ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে ঘুমের মধ্যে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, নভেম্বর ১৮, ২০২০
বরিশালে ঘুমের মধ্যে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

বরিশাল: ব‌রিশাল সদর উপজেলার চরবা‌ড়িয়া ইউ‌নিয়নে বসতঘরে আগুনে ঘুমে থাকা রেজাউল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাতে ইউ‌নিয়‌নের উত্তর লামছ‌ড়ি গ্রা‌মের ৮নং ওয়া‌র্ডে এ ঘটনা ঘ‌টে।

রেজাউল ওই এলাকার নরসুন্দর মো. র‌বিউলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে শর্টসা‌র্কিট থেকে র‌বিউলের বসতঘরে আগুন লাগে। এসময় ঘর থেকে সবাই বেরিয়ে এলেও ঘুমিয়ে থাকা রেজাউল বের হতে পারে‌নি। আগুনে পুরো বসতঘর পুড়ে যায়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ‌জিমুল ক‌রিম বলেন, এ ঘটনায় এক‌টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শিশুটির মরদেহ প‌রিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।