ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের তত্ত্বাবধায়ক প্র‌কৌশলী চাকরিচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, নভেম্বর ১৮, ২০২০
ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের তত্ত্বাবধায়ক প্র‌কৌশলী চাকরিচ্যুত

বরিশাল: দুর্নী‌তি মামলায় সদ্য ৭ বছর সাজা প্রাপ্ত খান মো. নুরুল ইসলাম‌কে ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের তত্ত্বাবধায়ক প্র‌কৌশলী পদ থে‌কে স্থায়ীভা‌বে চাকরিচ্যুত করা হ‌য়ে‌ছে।

বুধবার দুপু‌রে বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ক‌র্পো‌রেশ‌নের প্রশাস‌নিক কর্মকর্তা মোয়া‌জ্জেম হো‌সেন।

‌তি‌নি জানান, খান মো. নুরুল ইসলাম‌কে বরখাস্ত করার পর তার প‌দে ক‌র্পো‌রেশ‌নের নির্বাহী প্র‌কৌশলী আব্দুল মোতা‌লেব‌কে চল‌তি দা‌য়িত্ব দেয়া হ‌য়ে‌ছে প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষ‌রিত এক নি‌র্দে‌শে।

উ‌ল্লেখ্য, ২০ বছর আ‌গের এক দুর্নী‌তি মামলায় ৯ ন‌ভেম্বর ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র আহসান হা‌বিব কামাল, খান মো. নুরুল ইসলামসহ ৫ জন‌কে ৭ বছ‌রের কারাদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।