ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

‘ব্যাটারি চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, নভেম্বর ১৮, ২০২০
‘ব্যাটারি চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ আলম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

খোরশেদ আলম মানিকছড়ির তিনটহরি এলাকার আনুমিয়া ছেলে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে তিনটহরি বাজারের পূর্ব পাশে মো. জহিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত গভীর রাতে চুরির উদ্দেশ্যে খোরশেদ তিনটহরি বাজারের পূর্ব পাশে মো. জহিরুল ইসলামের বাড়িতে ইজিবাইকের গ্যারেজে প্রবেশ করে। এসময় চার্জে থাকা ব্যাটারি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।  সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, সিঁধ কেটে ব্যাটারি চুরি করার সময় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।