ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

করোনায় ৯ রোহিঙ্গার মৃত্যু

ডিপ্লোম্যাটিক করেসপডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, নভেম্বর ১৮, ২০২০
করোনায় ৯ রোহিঙ্গার মৃত্যু ...

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত কক্সবাজারের শরণার্থী শিবিরে ৯ জন রোহিঙ্গা নাগরিক মৃত্যুবরণ করেছেন। আর আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন রোহিঙ্গা।

 

বুধবার (১৮ নভেম্বর) জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে ইউএনএইচসিআর জানায়, কক্সবাজার জেলায় এ পর্যন্ত ৫১৫০ জন নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন রোহিঙ্গা নাগরিক। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৭১ জন কক্সবাজারের বাসিন্দা। আর রোহিঙ্গা নাগরিক মৃত্যুবরণ করেছেন ৯ জন।

ইউএনএইচসিআর জানায়, গত অক্টোবর মাসে প্রতিদিন গড়ে ১০০ জন রোহিঙ্গার করোনা টেস্ট করা হয়েছে। এই মাসে ৫৫ জন রোহিঙ্গার করোনা শণাক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।