ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহী-ঢাকা মহাসড়ক থেকে গাঁজাসহ ২ জন আটক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, নভেম্বর ১৬, ২০২০
রাজশাহী-ঢাকা মহাসড়ক থেকে গাঁজাসহ ২ জন আটক 

রাজশাহী: রাজশাহী-ঢাকা মহাসড়কের নগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৫। তাদের কাছ থেকে একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে এই অভিযান চালানো হয়। অভিযানের পর সোমবার (১৬ নভেম্বর) দুপুরে র‌্যাব-৫ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক দুইজন হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর পাইকেনপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে তরুণ হোসেন (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তালশহর এলাকার আক্তার মিয়ার ছেলে মিঠুন মিয়া (২৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়- র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়। আটক দুইজন ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজাগুলো রাজশাহী নিয়ে যান। ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় সোর্পদ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৯৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।