ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, নভেম্বর ১৬, ২০২০
কামারখন্দে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে।  

সোমবার (১৬ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কে জামতৈল কোবাদ শেখের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জামতৈল স্টেশন মাস্টার আবু হান্নান বাংলানিউজকে জানান, সোমবার ভোরে কোবাদ শেখ মোড়ে হেঁটে রেলপথ পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে কাটা পড়েন তিনি। এ অবস্থায় টহলরত পুলিশ তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া পথে সকালে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।