ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে তরুণীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, নভেম্বর ১৫, ২০২০
সিলেটে তরুণীর মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা থানার লালারগাঁওয়ে জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় (২০) এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার পরনে সাদা সেলোয়ার, গায়ে প্রিন্টের কামিজ ও মেরুন রঙের বোরকা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশ।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ঢাকা-সিলেট মহসড়কের লালারগাঁওয়ে ৩০০/৪০০ গজ পশ্চিমে হাঁটু পানিতে ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ওই তরুণী কীভাবে মারা হয়েছেন, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এটা নিশ্চিত যে তাকে এখানে এনে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।