ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

শায়েস্তাগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, নভেম্বর ২, ২০২০
শায়েস্তাগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার আহমদ আলী শাওন

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিখোঁজ হওয়া একদিন পর বিল থেকে আহমদ আলী শাওন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কদমতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাওন ওই এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি সবজি বিক্রেতা ছিলেন। তার মৃগী রোগ ছিল বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাংলানিউজকে জানান, রোববার (০২ নভেম্বর) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি শাওন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার দুপুরের দিকে কদমতলী এলাকার বড় বিলে শাওনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।