ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, নভেম্বর ২, ২০২০
সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

সোমবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলার পাকশিমুল গ্রামের বড়পাড়ায় এ ঘটনা ঘটে।

 

সুমন নোয়াখালীর লক্ষ্মীপুর গ্রামের মনির মিয়ার ছেলে। তিনি পাকশিমুল গ্রামে বিয়ে করে ঘরজামাই হিসেবে থাকতেন।

স্থানীয়রা জানান, সুমন পাকশিমুল গ্রামের রমজান আলীর বাড়ির নারিকেল গাছে উঠেন আগাছা পরিষ্কার করতে। এ সময় গাছটির পাশে থাকা বিদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সরাইল থানার ডিউটি অফিসার সৈয়দ আশরাফ উদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।