ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বকশীগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, নভেম্বর ২, ২০২০
বকশীগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার প্রতীকী

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিজান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০২ নভেম্বর) দুপুরের দিকে আসামি মিজানকে জামালপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

রোববার (০১ নভেম্বর) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। মিজান উপজেলার বড়ইতাড়ী এলাকার আব্দুস সামাদের ছেলে ছেলে।  

বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজ বাংলানিউজকে জানান, রোববার (০১ নভেম্বর) দিনগত রাতে উপজেলার মেষের চর বড়ইতাড়ী গ্রামে এক কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী মিজান তাকে মুখ চেপে ধরে বাড়ি সংলগ্ন রান্না ঘরের পেছনে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। সে সময় কৌশলে কিশোরী চিৎকার দিলে মিজান পালিয়ে যান।

এ ঘটনায় রাতেই মেয়েটির পরিবার ও স্বজনরা বকশীগঞ্জ থানায় অভিযোগ করে। পরে মধ্য রাতে মিজানকে আটক করা হয় এবং এ বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে মিজানকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।