ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বায়তুল মোকাররমের উত্তর ফটকে হেফাজতকর্মীদের ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, নভেম্বর ২, ২০২০
বায়তুল মোকাররমের উত্তর ফটকে হেফাজতকর্মীদের ঢল

ঢাকা: ফ্রান্স দূতাবাস ফেরাও কর্মসূচি শুরুর আগে বায়তুল মোকাররমের উত্তর গেট ঘিরে হেফাজতকর্মীদের ঢল নেমেছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় বিভিন্ন দিক থেকে মিছিল আসা শুরু করে।

১১ টা নাগাদ পল্টন মোড়, দৈনিক বাংলা,  কাকরাইল, প্রেসক্লাব, জিরোপয়েন্ট পর্যন্ত ছাড়িয়ে গেছে। এরই মধ্যে এসব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

১১টার সময় সভায় যোগদান করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী ও প্রধান অতিথি সংগঠনের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী। উপস্থিত আছেন বিভিন্ন মাদরাসার ওলামায়ে কেরাম।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।