ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

তাড়াশে আলুবোঝাই ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ চালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৬, নভেম্বর ২, ২০২০
তাড়াশে আলুবোঝাই ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ চালক দুর্ঘটনাকবলিত গাড়ি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় আলুবোঝাই একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

নিহত দুইজন হলেন-কাভার্ডভ্যানচালক নোয়াখালীর চর জব্বার থানার আইয়ুব আলী (২৮) ও ট্রাকচালক রাজশাহীর বাঘা থানার জামিরুল ইসলাম (৪৩)।

সোমবার (২ নভেম্বর) ভোরে উপজেলার খালকুলা বাজার এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে উত্তরাঞ্চল থেকে আলুবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো।   ট্রাকটি উপজেলার খালকুলা বাজার এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও একজন। খবর পেয়ে সিরাজগঞ্জ ও কামারখন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।