ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীতে পুলিশের সহায়তায় বন্ধ হলো বাল্যবিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, নভেম্বর ১, ২০২০
ফেনীতে পুলিশের সহায়তায় বন্ধ হলো বাল্যবিয়ে

ফেনী: ফেনীর চাড়িপুরে পুলিশের সহায়তায় এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।  

রোববার (১ নভেম্বর) দুপুরে ফেনী শহরের ১২নং ওয়ার্ডের মধ্যম চাড়িপুর এলাকায় শেখ আহমেদ ও সেলিনা আক্তারের দ্বাদশ শ্রেণি পড়ুয়া মেয়ের বাল্যবিয়ে বন্ধ করেন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের সংগঠক মাহবুবা তাবাসসুম ইমা।

 

ফেনী মডেল থানা পুলিশ ও স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন ফেনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।  

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, 'মাহবুবা তাবাসসুম ইমার নেতৃত্বে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের একটি টিম সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধের জন্য অনুরোধ করে। ' 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাঈনুল ইসলাম তাদের ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলেন। পরে তারা লিখিত অভিযোগ দিলে ওসির নির্দেশে পুলিশ অভিযান পরিচালনা করে।  

এসআই ইমরান হোসেন আরো জানান, অভিযানে বাল্যবিয়ের প্রস্তুতি নেওয়া কিশোরীর বাবা শেখ আহমেদ মা সেলিনা আক্তার নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে আর বিয়ে দেবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন।  

মাহবুবা তাবাসসুম ইমা জানান, ফেনী সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তার কাছে অভিযোগ করে ওই ছাত্রীর বাবা-মা ছাত্রীটিকে দ্বিতীয়বার বাল্যবিয়ে দেওয়ার পায়তারা করছে। এসএসসি পরীক্ষা দেওয়ার পর ছাত্রীটির একবার বিয়ে হলেও সে বিয়ে এক বছরের বেশি টেকেনি। শশুর বাড়ির নির্মম নির্যাতনে প্রায় ৬ মাস পূর্বে ওই ছাত্রীর বিয়েটি ভেঙে যায়। প্রথম বিয়ের ৬ মাস না যেতেই ফের বাবা-মা ছাত্রীর বিয়ের জন্য হন্যে হয়ে পাত্র খুঁজে বেড়াচ্ছেন। যে কোনো সময় তার বিয়ে হয়ে যাবে এই শঙ্কায় ওই ছাত্রীটি বিষয়টি তাকে অবগত করে।  

ইমা আরো জানান, কিশোরীটির জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী, তার জন্ম তারিখ ১১ নভেম্বর, ২০০৩। সে অনুযায়ী রোববার পর্যন্ত তার বয়স হয়েছে মাত্র ১৬ বছর ১১ মাস ২২ দিন। ইমা আরো বলেন, ফেনীতে বাল্যবিয়ে বন্ধে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন সোচ্চার রয়েছে।

প্রসঙ্গত, নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রান্সফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে গত ২৮ অক্টোবর এক ঘণ্টার জন্য ফেনী সদর উপজেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যান হয়েছিলেন মাহবুবা তাবাসুম ইমা নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। দায়িত্ব পেয়ে ফেনীকে বাল্যবিয়ে মুক্ত করার আশা প্রকাশ করেছিলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এসএইচডি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।