ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে বাসচাপায় নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, নভেম্বর ১, ২০২০
রাজশাহীতে বাসচাপায় নারী নিহত নিহত সজুবালা

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসচাপায় সজুবালা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১ নভেম্বর) দুপুরে গোদাগাড়ী শহীদ ফিরোজ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

সজুবালা উপজেলার মাটিকাটা ইউনিয়নের চৌদুয়ার গ্রামের আমির চাঁদের স্ত্রী।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে নসিমনে করে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন সজুবালা। পথে শহীদ ফিরোজ চত্বরে এলে যাত্রীবাহী একটি বাস পেছন থেকে নসিমনটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে যান তিনি। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তিনি আরও জানান, ঘাতক বাসসহ চালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।