ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

মধুপুরে মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, অক্টোবর ৩১, ২০২০
মধুপুরে মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে তোতা মিয়া (৩৫) নামে মাদকাসক্ত ব্যক্তিকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত তোতা মিয়া ওই উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী গ্রামের সুতারপাড়ার আব্দুস ছামাদের ছেলে।

স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলে তোতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা-মা। অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তোতাকে গ্রেফতার করে। শনিবার তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।  

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিক কামাল বাংলানিউজকে জানান, এর আগেও তোতা আটক হয়ে কারাগারে গিয়েছিলেন। পরে তিনি কারাগার থেকে ফেরত এসে আবারও নেশার করার জন্য টাকার দাবিতে বাবা-মাকে নানাভাবে অত্যাচার করে আসছিলেন। সহ্য করতে না পেরে তার বাবা-মা থানায় অভিযোগ দেন।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।