ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, অক্টোবর ৩১, ২০২০
ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, পুলিশ বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

এসময় জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কুমার দাস, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাইয়ূম শাহারিয়ার জাহেদী হিজলসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তরা তাদের বক্তব্যে জেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতনসহ সব প্রকার অপরাধমুলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।