ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

টু‌ঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধিতে নবগ‌ঠিত কেন্দ্রীয় কৃষক লীগের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, অক্টোবর ৩১, ২০২০
টু‌ঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধিতে নবগ‌ঠিত কেন্দ্রীয় কৃষক লীগের শ্রদ্ধা বঙ্গবন্ধুর সমা‌ধিতে নবগ‌ঠিত কেন্দ্রীয় কৃষক লীগের শ্রদ্ধা

গোপালগ‌ঞ্জ: গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধিতে শ্রদ্ধা জা‌নিয়েছেন নবগ‌ঠিত বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা।

শ‌নিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শ্রদ্ধা জানানো হয়।

 

পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ’৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতারা।

এ সময় কেন্দ্রীয় কৃষক লী‌গের সি‌নিয়র সহ-সভাপ‌তি শরীফ আশরাফ আলী, হোসনেয়ারা এম‌পি,  সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শা‌মিমা শাহ‌রিয়ার এম‌পি, সংগঠ‌নিক সম্পাদক নু‌রে আলম সি‌দ্দিকী,  ম‌হিলা সম্পা‌দিকা রুমানা রহমান এম‌পি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা কৃষকলীগ সভাপ‌তি শেখ লুৎফর রহমান রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাসসহ কেন্দ্রী ও স্থানীয় নেতারা উপ‌স্থিত ছি‌লেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।