ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, অক্টোবর ৩১, ২০২০
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আবু নোমান (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার ধেরুয়া নামক স্থানে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে এ দুঘর্টনা ঘটে।

আবু নোমান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার গোডাউনপাড়া গ্রামের মৃত সামাদ বিশ্বাসের ছেলে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বাংলানিউজকে জানান, আবু নোমান মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন। পথে মহাসড়কের ধেরুয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।