ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

রংপুরে সেই জুয়েলের গায়েবানা জানাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, অক্টোবর ৩১, ২০২০
রংপুরে সেই জুয়েলের গায়েবানা জানাজা গায়েবানা জানাজা/ ছবি: বাংলানিউজ

রংপুর: লালমনিরহাটের বুড়িমারীতে নির্মম হত্যাকান্ডের শিকার রংপুর শালবনের সহীদুন্নবী জুয়েলের গায়েবানা জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জুয়েলের ভাই, সহকর্মী ও বন্ধুরা জানান, সহীদুন্নবী জুয়েল ছিলেন ধর্মভীরু ও সহজ সরল। সারাজীবন সে মানুষের সেবা করে গেছে। কিন্তু তাকে এমনভাবে হত্যা করা হলো যা আমরা মেনে নিতে পারছি না। তার দুই সন্তান পিতার মরদেহটাও দেখতে পেলোনা।

এসময় তারা জুয়েলের পক্ষে ক্ষমা চেয়ে বলেন, কেউ কোনোদিন কোনোভাবে তার কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে মন থেকে ক্ষমা করে দেবেন। আর কোনো পাওনা থাকলে জানাবেন। আমরা পরিশোধ করে দেবো।

জানাজা শেষে তার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান শফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বেরোবি শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, রংপুরের সমাজকর্মী তানবীর হোসেন আশরাফী, বাসদ নেতা  আব্দুল কুদ্দুছ প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।