ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

দেশের মানুষ ও সমাজকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, অক্টোবর ৩১, ২০২০
দেশের মানুষ ও সমাজকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

বাগেরহাট: ছোট ছোট অপরাধই এক সময় বড় অপরাধের জন্ম দেয়। অন্যায় ও অপরাধ সংগঠনের ফলে সাধারণ মানুষের পাশাপাশি সমাজও অসুস্থ হয়ে যায়।

দেশের মানুষ ও সমাজকে বাঁচাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় সাধন করতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় সাধন হলে কমিউনিটি পুলিশিংয়ের উদ্দেশ্য সফল হবে।  

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে কমিউিনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।  

বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম টুকু, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি প্রসুক।

এছাড়াও সভায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।