ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

হাতিয়ায় ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, অক্টোবর ৩১, ২০২০
হাতিয়ায় ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক ইয়াবাসহ আটক সাগর। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ সাগর (৪০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে হাতিয়া কোস্টগার্ড।  

শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলা জাহাজমারা ইউনিয়নের কাটাখাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাগর উপজেলার ১ নম্বর হরনী ইউনিয়নের মজলিসপুর গ্রামের 
মো. হানিফের ছেলে।  

কোস্টগার্ড সূত্র জানায়, মাদকবিক্রেতা সাগর দীর্ঘদিন থেকে হাতিয়ার বিভিন্ন জায়গায় অবস্থান করে ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় হাতিয়া কোস্টগার্ডের একটি দল। পরে জাহাজমারা ইউনিয়নের কাটাখাল এলাকা থেকে সাগরকে আটক করে তার শরীর তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা পাওয়া যায়।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, আইন অনুযায়ী সাগরকে জব্দ করা ইয়াবাসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করবে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।