রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বোয়ালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবক মারা গেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানা পুলিশের এসআই শিপন মিয়া জানান, কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড় থেকে একটু এগিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
দুর্ঘটনার কারণ ও নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এএ