ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

এবিটির দুই সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, অক্টোবর ৩০, ২০২০
এবিটির দুই সদস্য আটক সাইফুল ইসলাম ও মনিরুল আহসান ওরফে মনির

ঢাকা: নোয়াখালীর সুধারাম এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) দুই সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

আটক দুজন হলেন- সাইফুল ইসলাম (১৮) ও মনিরুল আহসান ওরফে মনির (২৮)।

শুক্রবার (৩০ অক্টোবর) তাদের আটকের বিষয়টি জানান এটিইউর পরিদর্শক হারুন অর রশিদ।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নোয়াখালীর সুধারাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এবিটির দুই সদস্যকে গ্রেফতার করা হয়। আটক সাইফুল ইসলাম নোয়াখালী জেলার এবিটির সমন্বয়ক হিসেবে গত দুই বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। আটক মনিরুল দীর্ঘ ছয় বছর ধরে জিহাদী মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সাইফুলের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
পিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।