ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

সহকারী রেজিস্ট্রারকে মারধর, ইন্টার্নদের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, অক্টোবর ৩০, ২০২০
সহকারী রেজিস্ট্রারকে মারধর, ইন্টার্নদের বিরুদ্ধে মামলা

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ইউনিট-৪ এর সহকারী রেজিস্ট্রার ডা. মো. মাসুদ খান বাদী হয়ে ওই হাসপাতালের বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকে বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

মামলায় ওই চিকিৎসককে মারধর ও নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের দাবির মুখে এ বিষয়ে খোঁজ-খবর নিতে শুক্রবার দুপুরে থানায় হাসপাতালের পরিচালক ডা. মো বাকির হোসেন যান। এ সময় তার সঙ্গে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকও ছিলেন।

হাসপাতালের পরিচালক বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আইনগত করণীয় নির্ধারণ করতে থানায় যান তিনি। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে মামলা দায়েরের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

বিষয়টি নিয়ে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুর ইসলাম দিপু।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।