ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

‘নগর উন্নয়ন-বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করতে চায় ভারত’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, অক্টোবর ২৯, ২০২০
‘নগর উন্নয়ন-বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করতে চায় ভারত’ ...

ঢাকা: নগর উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেইরি ইন্ডাস্ট্রি খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। একইসঙ্গে দেশের সব উন্নয়নের অংশীদার হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। এসময় তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের নগর উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সমবায় এবং ডেইরি ইন্ডাস্ট্রিসহ অন্যান্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দেশের সব উন্নয়নের অংশীদার হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় স্থানীয় সরকারমন্ত্রী ভারতীয় হাই কমিশনারকে এদেশে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
জিসিজি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।