ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

খুলে দেওয়া হলো লালন আখড়াবাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, অক্টোবর ২৯, ২০২০
খুলে দেওয়া হলো লালন আখড়াবাড়ি লালন আখড়াবাড়ি। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি অবশেষে ভক্ত আর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

 

লালন একাডেমীর সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সাত মাস ধরে বন্ধ ছিল বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের এ আখড়াবাড়ি।

গতবছর দোল পূর্ণিমার উৎসবও ছোট পরিসরে করা হয়। আর এবারের তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়। এই আখড়াবাড়ি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।  

দেশের অন্যান্য পর্যটন কেন্দ্র আগেই খুলে দেওয়া হলেও লালন আখড়াবাড়ি বন্ধ ছিল। তবে শেষ পর্যন্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তে আখড়াবাড়ি খুলে যাওয়ায় খুশি সাঁইজির ভক্ত ও দর্শনার্থীরা।  

লালন একাডেমীর সভাপতি জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, ভক্তদের কথা মাথায় রেখে আখড়াবাড়ি খুলে দেওয়া হয়েছে।  

তবে সেখানে আসা দর্শনাথীরা ভক্তদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ ব্যাপারে কঠোর নজরদাবির ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।