ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র-গুলি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, অক্টোবর ২৯, ২০২০
বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র-গুলি জব্দ জব্দ ওয়ান শুটারগান ও গুলি। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ অভয়বাস গ্রাম থেকে ওয়ান শুটারগান ও গুলি জব্দ করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এসব জব্দ করা হয়।

তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বাংলানিউজকে জানান, ওই গ্রামে অস্ত্রসহ কয়েকজন অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।