ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

ভোলায় ১৬ দিনে ৪৫০ জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, অক্টোবর ২৯, ২০২০
ভোলায় ১৬ দিনে ৪৫০ জেলের জেল-জরিমানা ভোলায় ১৬ দিনে ৪৫০ জেলের জেল-জরিমানা

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ৪৫০ জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।  

১৪ অক্টোবর থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পর্যন্ত ১৬ দিনে এ জেল জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এদের মধ্যে ২৯০ জেলের কারাদণ্ড এবং ১৬০ জেলের জরিমানা করা হয়।

জেলা মৎস্য অফিসের খামার ব্যবস্থাপক এইচএম জাকির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৬ দিনে জেলার সাত উপজেলায় ২৪৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৪৫০ জেলের জেল-জরিমানা ছাড়াও ১.৫ মেট্রিক টন ইলিশ ও ৪ লাখ ৯৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১৭টি অভিযানে সাত উপজেলা থেকে ২৩ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত (২২ দিন) মেঘনা-তেতুলিয়া নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫‌১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।