ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, অক্টোবর ২৮, ২০২০
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

ঝিনাইদহ: বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) ঝিনাইদহে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।  

১৯৭১ সালের এ দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।

 

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদত বার্ষিকীতে বুধবার সকালে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার আয়োজনে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার জেলা শাখার সভাপতি শাহীনুর রহমান কাজল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।

এসময় বক্তারা শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের নামে দেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।