ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, অক্টোবর ২৮, ২০২০
রাজশাহীতে বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ৫

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নাসির উদ্দিন (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুরের বিদিরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাসির মোহনপুর উপজেলার কাশিমালা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বাংলানিউজকে বলেন, নওগাঁ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বিদিরপুর বাজার এলাকায় পৌঁছে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা দেয় এতে পথচারী নাসির ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয়েছেন ব্যবসায়ীসহ অন্তত পাঁচ জন।

তিনি বলেন, আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসিরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।