ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

রফিক-উল হকের মৃত্যুতে আইনপেশায় বিরাট শূন্যতা: ড. ইউনূস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২০, অক্টোবর ২৫, ২০২০
রফিক-উল হকের মৃত্যুতে আইনপেশায় বিরাট শূন্যতা: ড. ইউনূস ড. মুহাম্মদ ইউনূস, ফাইল ফটো

ঢাকা: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হকের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রথম বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস। রফিক-উল হকের মৃত্যুতে আইনপেশায় এক শূন্যতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ইউনূস সেন্টার থেকে পাঠানো এক শোকবার্তায় এ কথা বলেন অর্থনীতিবিদ ইউনূস।

শোকবার্তায় ড. ইউনূস বলেন, রফিক-উল হক শুধু একজন জ্যেষ্ঠ আইনজীবীই ছিলেন না, তিনি ছিলেন এই পেশার একজন পথিকৃৎ। আইনপেশায় তাঁর অবদান অনন্য। তিনি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। তার মৃত্যুতে আইনপেশায় বিরাট শূন্যতা সৃষ্টি হলো।

তিনি বলেন, তার মৃত্যুতে জাতি আইনপেশার এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। তিনি এদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এমআইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।