ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, অক্টোবর ২৪, ২০২০
কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ ধানের চারা রোপণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: বানিয়াচং-আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা সড়কের প্রায় চার কিলোমিটার অংশের সংস্কার কাজ গত জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানোর পরও কাজের অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার শিবপাশা বাজারে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় কর্দমাক্ত রাস্তাটিতে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেন। আন্দোলনকারীরা শিগগির নির্মাণকাজ শেষ করে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন।

জানা গেছে, দশ কিলোমিটার দৈর্ঘ্য বানিয়াচং-আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা সড়কের ক্ষতিগ্রস্ত প্রায় চার কিলোমিটার অংশ মেরামত কাজের জন্য দরপত্র আহবান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ব্যয় ধরা হয়েছিল পৌনে চার কোটি টাকা। কাজটি পান আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান। চুক্তি অনুযায়ী গেল জুন মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। পরবর্তীকালে মেয়াদ বাড়ানো হয় আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। কিন্তু এ পর্যন্ত কাজের কোনো অগ্রগতি হয়নি।

সরেজমিনে দেখা গেছে, চার কিলোমিটার রাস্তা জুড়েই খানাখন্দ। শিবপাশা বাজার অংশে হাঁটু পরিমাণ কাঁদা। এতে যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। বাজারে আসা পথচারীদের চলতে হয় প্যান্ট হাঁটুর উপরে তুলে। এ অবস্থায় দ্রুত রাস্তার কাজ সম্পাদন করার দাবি জানিয়েছেন তারা।

বিক্ষোভ চলাকালে স্থানীয়রা বলেন, মর্তুজা হাসান উপজেলা চেয়ারম্যান হয়েও ঠিকাদারীর দায়িত্ব নিয়ে স্থানীয় লোকজনকে হয়রানি করছেন। এটা মেনে নেওয়া যায় না। দ্রুত রাস্তার কাজ শেষ না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

হবিগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, করোনা সংক্রমণের কারণে রাস্তার কাজ শেষ হতে দেরি হচ্ছে। ঠিকাদার মেয়াদ বাড়িয়েছেন। কাজের অগ্রগতি অনুযায়ী এখনও তার দেড় কোটি টাকার বিল পাওনা। সঠিকভাবে কাজ শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি বিল দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।