ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে পূজা পালনের অনুরোধ ঢাকা জেলা এসপির

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, অক্টোবর ২৪, ২০২০
স্বাস্থ্যবিধি মেনে পূজা পালনের অনুরোধ ঢাকা জেলা এসপির স্বাস্থ্যবিধি মেনে পূজা পালনের অনুরোধ ঢাকা জেলা এসপির

সাভার (ঢাকা): প্রতি বছরের মতো এবারও দূর্গাপূজা শুরু হয়েছে। কিন্তু করোনা মহামারির কারণে এবার স্বাস্থ্যবিধি মেনে পূজা উৎসব করতে হচ্ছে।

করোনার কারণে সারা বিশ্বের মানুষ তাদের বিভিন্ন ধর্মীয় উৎসব স্বাস্থ্যবিধি মেনে পালন করছেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে স্বাস্থ্যবিধি মেনে, পরিবারের কথা চিন্তা করে এই উৎসবটি পালন করবেন।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শনে এসে এ অনুরোধ জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার।

তিনি বলেন, পূজা মণ্ডপে ছিনতাই ও মলমপার্টির দৌরাত্ম্য প্রতিরোধ করতে বিভিন্ন পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূজা মণ্ডপে পুলিশ সুপারকে স্বাগত জানান, ধামসোনা ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক চন্দ্র মণ্ডল ও পূজারী নন্দ লাল মণ্ডল।
এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।