ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

জামালপুরে ট্রেনের কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, অক্টোবর ২৪, ২০২০
জামালপুরে ট্রেনের কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু ফাইল ছবি

জামালপুর: জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বেপারীপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. নুরুল আমিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল ওই উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুচগড় গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে জেলা শহরের শাহপুর এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন। পেশায় তিনি ভাঙারি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।  

স্থানীয়রা জানান, সকালে বেপারীপাড়া এলাকায় রেল লাইন পার হচ্ছিলেন নুরুল। এ সময় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।