ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

দইয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, অক্টোবর ২১, ২০২০
দইয়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহ সদরের চর হাসাদিয়া এলাকায় পরিবারের সদস্যদের চেতনানাশক মেশানো দই খাইয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।  

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থেকে ওই কিশোরীর প্রতিবেশি জাকারিয়া পালতক রয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মুশফিকুর রহমান বাংলানিউজকে জানান, গত সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে প্রতিবেশী জাকারিয়া চারটি দই নিয়ে ওই কিশোরী ও তার ছোট বোন এবং তাদের নানীকে খেতে দেন। দই খাওয়ার পরপরই একে একে সবাই অচেতন হয়ে পড়ে। এ সময় অচেতন কিশোরীকে ধর্ষণ করেন জাকারিয়া। ধর্ষণের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহসহ কিশোরীকে উদ্ধার করে।

নির্যাতিতা কিশোরী জানান, অচেতন হওয়ার আগে জাকারিয়াকে বিবস্ত্র অবস্থায় ঘরে দেখেন তিনি। এরপর আর কিছু মনে নেই তার। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করার পর তার সাড়া শরীরে ব্যথা অনুভব হয়।  

এ ঘটনায় ধর্ষণ সংক্রান্ত বিষয় আছে কি না তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যাবে বলেও জানান ওসি মুশফিকুর।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
একে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।