ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ১০

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, অক্টোবর ২১, ২০২০
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ আটক ১০

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ১০ জনকে আটক করেছে বিজিবি।

বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার শ্যামকুড় ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পটুয়াখালী জেলার বোতল বুনিয়া গ্রামের সজল মজুমদার (৩০) ও তার স্ত্রী স্বর্না মজুমদার (২০), বরিশাল জেলার শাতলা গ্রামের সুকুমার রায়ের ছেলে রিপন রায় (২০), খাজুরিয়া গ্রামের অনিল বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (১৭), কুমিল্লা জেলার দামগড়া গ্রামের শামসুল হকের ছেলে কাইয়ুম (৩০), নরসিংদী জেলার বাঙ্গালী নগর গ্রামের ধীরেন শীলের ছেলে প্রদীব শীল (৪০), গোপালগঞ্জ জেলার বাঘজাপা গ্রামের বাবুল শেখের ছেলে মামুন শেখ (২৬) ও ইনামুল শেখসহ (২০) ১০ জন।

মহেশপুর ৫৮ বিজিবি’র ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান বাংলানিউজকে জানান, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার অপরাধে ঝিনাইদহ মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।