ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

কাপাসিয়ায় নির্মাণাধীন টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট        | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, অক্টোবর ২১, ২০২০
কাপাসিয়ায় নির্মাণাধীন টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় নির্মাণাধীন টাওয়ার থেকে পড়ে হৃদয় ইসলাম (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

হৃদয় ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর থানার তারাগুনিয়া এলাকার মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) আমিরুল বাহার বাংলানিউজকে জানান, কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর এলাকায় ছয়া এগ্রো প্রডাক্ট কারখানায় টাওয়ার নির্মাণে শ্রমিকের কাজ করতেন হৃদয়। মঙ্গলবার সন্ধ্যায় কাজ করার সময় হঠাৎ হৃদয় উপর থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।  

পরে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হৃদয় ওই এলাকায় বাসা ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। পরে বিনা ময়নাতদন্তে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০ 
আরএস/আরএ                                                    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।