ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১১, অক্টোবর ২১, ২০২০
যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত নিহত বাবুল শেখ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবুল শেখ (৪৭) নামে এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত ট্রাফিক সার্জেন্ট কোতোয়ালি জন এলাকায় ডিউটি করতেন। রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী উত্তরা ব্যাংকের সামনে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যান ও এর চালককে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।