ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

রংপুরে আ’লীগ কার্যালয়ের পাশে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, মার্চ ১৭, ২০২০
রংপুরে আ’লীগ কার্যালয়ের পাশে আগুন রংপুর আ’লীগ কার্যালয়ে আগুন। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুর আওয়ামী লীগ কার্যালয়ের পাশের মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকান থেকে লাগা আগুন আওয়ামী লীগ কার্যালয়েও ছড়িয়ে পড়ে। এ সময় কার্যালয়ের ভেতরে নেতাকর্মীরা আটকা পড়েন।

পরে তারা নিরাপদে বেরিয়ে আসেন।

মঙ্গলবার (১৭মার্চ) রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আতশবাজি থেকে এ আগুন লাগতে পারে। আরএম বণিক নামের দোকান থেকে আগুন পরে আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়ে।  

রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঘটনাস্থলে উপস্থিত জেলা পুলিশের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কীভাবে আগুন লেগেছে, তা তদন্তে করে পরে জানানো হবে।  

বাংলাদেশসময়: ২১১০ঘণ্টা, মার্চ১৭, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।