ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

কনস্টেবল শরীফ হত্যাকাণ্ডের মূলহোতাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, মার্চ ১৫, ২০২০
কনস্টেবল শরীফ হত্যাকাণ্ডের মূলহোতাসহ আটক ৩

ঢাকা: গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল শরীফ (৩৩) হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। এ ঘটনায় মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে তাদের আটকের বিষয়টি জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু ও হুইল রেঞ্জ উদ্ধার এবং রক্তমাখা বাসটি জব্দ করা হয়েছে।

এএসপি সুজয় সরকার জানান, কনস্টেবল শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। বিকেল ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ