ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে সাংবা‌দি‌কের দণ্ড, প্রতিবাদে ব‌রিশা‌লে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, মার্চ ১৫, ২০২০
কুড়িগ্রামে সাংবা‌দি‌কের দণ্ড, প্রতিবাদে ব‌রিশা‌লে মানববন্ধন

বরিশাল: কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়ির দরজা ভেঙে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল দেওয়ার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে রিপোর্টার্স ইউনিটি। 

রোববার (১৫ মার্চ) দুপুর ১২টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিধান সরকারের সঞ্চালনায় ব‌রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সভাপ‌তি সুশান্ত ঘো‌ষের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

এসময় বক্তারা ব‌লেন, সাংবা‌দিক আরিফের নির্যাতনকারী‌দের বিচার না হ‌লে এ ধর‌নের নির্যাতন বন্ধ করা যা‌বে না। একইসঙ্গে তার মু‌ক্তিরও দাবি জানা‌নো হ‌য়ে‌ছে।

এই মানববন্ধ‌নে বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, সামা‌জিক, সাংস্কৃ‌তিক ও উন্নয়ন সংগঠ‌নের নেতারা অংশ নেন।

বাংলা‌দেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ