ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে ৩ লাখ ২৬ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৮, মার্চ ১১, ২০২০
বাগেরহাটে ৩ লাখ ২৬ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা .

বাগেরহাট: বাগেরহাটে ৩ লাখ ২৬ হাজার ২‘শ ৯৭ জন শিশুকে হাম-রুবেলা প্রতিরোধকারী টিকা প্রদান করা হবে। জেলার ৭৫টি ইউনিয়নে ১ হাজার ৮‘শ ৫৮টি টিকাদান কেন্দ্রে ২১ মার্চ পর্যন্ত এসব টিকা দেওয়া হবে।

৩ হাজার ৯'শ ৫০ জন প্রশিক্ষিত টিকাদান কর্মী এবং ৫ হাজার ৯'শ ২৫ জন স্বেচ্ছাসেবী কাজ করবে এই কর্মযজ্ঞে। ৯ মাস থেকে ১০ বছরের কম শিশুদের এই টিকা দেওয়া হবে।

যেসব শিশুদের বয়স দুই বছরের কম তাদের পায়ে এবং যাদের বয়স দুই বছরের বেশি তাদের ডান বাহুতে এই টিকা দেওয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের বাগেরহাট সিভিল সার্জনের মিলনায়তনে হাম-রুবেলা টিকা বিষয়ে ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি, সারভিলেন্স অ্যান্ড ইমুলাইজেশন মেডিকেল অফিসা গোলাম সরোয়ার ফারুক, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মোজাফফর হোসেন, সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসেন প্রমুখ। কনফারেন্সে বাগেরহাট জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ  সময়: ০৫৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।