ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা ফেরাতে ভিয়েতনামের সহায়তা চাইলেন ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, মার্চ ১০, ২০২০
রোহিঙ্গা ফেরাতে ভিয়েতনামের সহায়তা চাইলেন ড. মোমেন

ঢাকা: রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ও আসিয়ানের বর্তমান চেয়ার হিসেবে ভিয়েতনামের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফ্যাম ভিয়েত চ্যানের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান।  

মঙ্গলবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফ্যাম ভিয়েত চ্যান।  

বৈঠকে রোহিঙ্গাদের ফেরাতে ভিয়েতনামের সহায়তা চান তিনি। এছাড়া বৈঠকে আসিয়ান ফ্রেমওয়ার্কের আওতায় সিভিলিয়ান অবজার্ভার গ্রুপ গঠনের আহ্বান জানান ড. মোমেন। এ অবজার্ভার গ্রুপ ১১ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।