ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

‘জমিয়তুল ফালাহ মুসল্লী কল্যাণ সংস্থা’র নিবন্ধন বাতিল  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, মার্চ ১০, ২০২০
‘জমিয়তুল ফালাহ মুসল্লী কল্যাণ সংস্থা’র নিবন্ধন বাতিল  

ঢাকা: সরকার ও জনস্বার্থ হানিকর কর্মকাণ্ড পরিচালনায় সরকার চট্টগ্রামের ‘জমিয়তুল ফালাহ মুসল্লী কল্যাণ সংস্থা’র নিবন্ধন বাতিল ঘোষণা করেছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্প্রতি এ সংস্থার নিবন্ধন বাতিল ঘোষণা করে বলে মঙ্গলবার (১০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
 
এতে বলা হয়, অভিযোগের পরিপ্রেক্ষিতে জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স, চট্টগ্রামের তদন্ত কার্যক্রম পরিচালনা করে সমাজসেবা অধিদপ্তর।


 
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘জমিয়তুল ফালাহ মুসল্লী কল্যাণ সংস্থা’ ওয়াসা মোড়, দামপাড়া, চট্টগ্রাম  (রেজিস্ট্রেশন নং ৩০৮৬/১৫, তারিখ-২৯/০১/২০১৫ খ্রি.) মুসল্লী কল্যাণ্যের নামে ইসলামিক ফাউন্ডেশন অধ্যাদেশ ২০১৩ -এর পরিপন্থী ও এই সংশোধিত আইনের সঙ্গে সাংঘর্ষিক নানা সরকারি ও জনস্বার্থ হানিকর কর্মকাণ্ড চালিয়ে আসছে।
 
‘এর পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনে এই সংস্থাটির নিবন্ধন বাতিলের সুপারিশ করে সমাজসেবা অধিদপ্তর। তদন্ত প্রতিবেদনের আলোকে সমাজকল্যাণ মন্ত্রণালয় সংস্থাটির নিবন্ধন বাতিল করে এবং তা বিলুপ্ত ঘোষণ করে। ’
 
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।