ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

মন্ত্রী-প্রতিমন্ত্রীর গাড়ি আটকে পাথরশ্রমিকদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, মার্চ ১০, ২০২০
মন্ত্রী-প্রতিমন্ত্রীর গাড়ি আটকে পাথরশ্রমিকদের বিক্ষোভ

সিলেট: সিলেটের কোম্পানিগঞ্জে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেছেন পাথরশ্রমিকরা। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ইমরান আহমদ ও জুনাইদ আহমেদ উপজেলার বর্ণি এলাকায় নির্মানাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ভূমিকা বিষয়ক এক সেমিনারে অংশ নিতেই এদিন কোম্পানিগঞ্জ যান প্রবাসীকল্যাণ মন্ত্রী ও তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী।

এ সময় বঙ্গবন্ধু হাইটেক পার্কের প্রবেশমুখে সড়ক অবরোধ করে ১৫ মিনিটেরও বেশি সময় ধরে তাদের গাড়ি আটকে রাখেন পাথরশ্রমিকরা।  

সম্প্রতি কোয়ারিতে পাথর উত্তোলন করতে গিয়ে একের পর এক শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে গোয়াইনঘাটের জাফলং, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, শাহ আরেফিন ও বিছানাকান্দি কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কোয়ারি এলাকা শ্রমিকদের সরে যেতে বাধ্যও করা হয়।  

এ অবস্থায় বেকার হয়ে পড়ে হাজার হাজার পাথরশ্রমিক। সিলেটের বন্ধ এসব পাথর কোয়ারি পুনরায় খুলে দেওয়ার দাবিতেই মঙ্গলবার প্রবাসীকল্যাণ মন্ত্রী ও তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর গাড়ি আটকান শ্রমিকরা।  

এদিকে শ্রমিকদের দাবির মুখে এক পর্যায়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গাড়ি থেকে নেমে গিয়ে শ্রমিকদের সান্ত্বনা দেন ও পাথর কোয়ারি খুলে দেওয়ার ব্যাপারে দ্রুত আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন। ওই আশ্বাসের পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এনইউ/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।