ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে বেশি দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, মার্চ ১০, ২০২০
মানিকগঞ্জে বেশি দামে মাস্ক বিক্রি করায় জরিমানা

মানিকগঞ্জ: চড়া মূল্যে মাস্ক বিক্রি করায় মানিকগঞ্জে মা বস্ত্রালয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শহরে শহীদ রফিক সড়কের পাশে লক্ষী মণ্ডপ পট্টিতে অবস্থিত মা বস্ত্রালয়ে অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সুজন জেনারেল স্টোরে মেয়াদোর্ত্তীণ প্রসাধনী, নকল কসমেটিকস ও সরকারি ভ্যাট ফাঁকি দেওয়া বিদেশি কসমেটিকস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।