ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

কমলনগরে ৬৫ হাজার মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, মার্চ ১০, ২০২০
কমলনগরে ৬৫ হাজার মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ জব্দ হওয়া জল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় জব্দ হওয়া প্রায় ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্টে জালে অগ্নিসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (৯ মার্চ) দিনগত রাতে উপজেলার কটরিয়া মাছঘাট এলাকায় জালে অগ্নিসংযোগ করা হয়।

এর আগে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে।

তিনি আরও জানান, নদীতে জেলেদের জাল ফেলার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলে প্রায় ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ হওয়া জালে অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় দু’লাখ টাকা।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় মার্চ ও এপ্রিল দুই মাস মেঘনানদীর অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ আইন আমান্য করলে জেল জরিমানার বিধান রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।