ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

বেশি দামে মাস্ক বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৬, মার্চ ১০, ২০২০
বেশি দামে মাস্ক বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট: করোনা আতঙ্কে বেড়েছে মাস্ক বিক্রি। সে সুযোগে দাম বাগিয়েছেন ব্যবসায়ীরা। তবে চড়াদামে মাস্ক বিক্রি করায় সিলেট নগরীতে অভিযানে চালিয়ে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (৯ মার্চ) নগরীর জিন্দাবাজার এলাকার ইদ্রিস মার্কেটে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট মহানগরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।

তাকে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।

এদিন আদিল সাইনটিফিক স্টোর নামে একটি দোকানে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা ও দোকান কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়।
 
অভিযানকারী এই কর্মকর্তা বলেন, সংকটময় মুহূর্তে পুঁজি করে ব্যবসায়ীরা ৩০ টাকার মাস্ক ২০০ টাকায় বিক্রি করছিলেন- এমন গোপন খবরে ক্রেতা সেজে অভিযানে বন্দর বাজারের আল হেরা ফার্মেসিকে ৫ হাজার, মেডিসিন কর্নার ফার্মেসিকে ৫ হাজার, চৌহাট্টা পয়েন্টের ইউনিক ফার্মেসিকে ২ হাজার, সুবিদ বাজার এলাকার আল মক্কা ফার্মেসিকে ৭ হাজার টাকা এবং ডেইলি শপকেও আরও ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, যদিও ওই দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা গেলেও প্রথম অবস্থায় দাম বেশি রাখবেন না, এমন প্রতিজ্ঞা করার কারণে জরিমানা কম করা হয়েছে।
 
সম্প্রতি চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে।  হাঁচি-কাশিতে ছড়ানো ছোঁয়াচে এ রোগটি থেকে সুরক্ষা পেতে মাস্ক’র ব্যবহার বাড়ার সঙ্গে দামও বাড়ছে।
 
অবশ্য সিলেটের বাজারে মাস্কের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।