ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

বংশালে নকল ফেসওয়াশ কারখানার সন্ধান, আটক ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৩, মার্চ ১০, ২০২০
বংশালে নকল ফেসওয়াশ কারখানার সন্ধান, আটক ৪

ঢাকা: রাজধানীর বংশালে নকল ফেসওয়াশ তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (০৯ মার্চ) বংশাল থানাধীন ২৭ নম্বর বাড়ির আলী নেকী দেউরী এলাকার একটি কারখানায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- কারখানাটির মালিক মোস্তাফা (৫২), কর্মচারী তানজিত (১৮), মনির হোসেন (২০) ও আবিদ হোসেন (২০)।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। সেসময় সেখানে গিয়ে দেখা যায়, সেলুনের জন্য ব্যবহার করা ভেজাল ফেয়ারনেস ক্রিম কারখানা। পরে সেই কারখানা থেকে সেলুনে ব্যবহারের নকল ফেসওয়াস, কাঁচামাল, বিভিন্ন সাইজের ৩৯০টা ক্রিম ভর্তি টিউব জব্দসহ ওই চারজনকে আটক করা হয়।  

এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।