ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, ফেব্রুয়ারি ২৯, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৫। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ৭৫০ গ্রাম হেরোইনসহ তাকে আমনুরা রেলবাজার এলাকা হতে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অভয়া গ্রামের রুহুল আমিনের ছেলে যুবায়ের আলম (৩০)।

শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব মাদক ব্যবসায়ী যুবায়েরকে আটকের বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে ৭৫ লক্ষ টাকা মূল্যের ৭৫০ গ্রাম হিরোইনসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সেই সঙ্গে একটি মোটরসাইকেল, একটি মোবাইল, ২টি সিম এবং ২টি এটিএম কার্ডও জব্দ করা হয়েছে।

যুবায়েরকে আসামী করে সদর মডেল থানায় একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব-৫।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।